বাংলা

হাওয়াসা শিল্পপার্ক: ইথিওপিয়ার শিল্পায়নে মাইলফলক

CMG2024-08-19 13:44:35

ইথিওপিয়ার দক্ষিণী জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চল হাওয়াসায় যেতে বিমানে এক ঘন্টাও সময় লাগে না। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) ইথিওপিয়া কোম্পানি নির্মিত হাওয়াসা শিল্পপার্কটি এ শহরের উপকণ্ঠে অবস্থিত।

শিল্পপার্কটি হলো দেশটির সরকার পরিচালিত প্রথম শিল্পপার্ক প্রকল্প। এটি আফ্রিকার প্রথম শূণ্য কার্বন নিঃসরণ বস্ত্র শিল্পপার্ক। জানা গেছে, ১৩০ হেক্টরের শিল্পপার্কে ৫২টি মানসম্মত কারখানা ভবন, ওয়ান-স্টপ পরিষেবা কেন্দ্র এবং স্টাফ ডরমেটরিসহ ১৯টি ভবন এবং রাস্তা ও সমন্বিত নেটওয়ার্ক সমৃদ্ধ আনুষঙ্গিক স্থাপনা আছে।

শিল্পপার্কের জেনারেল ম্যানেজার টিভোস আশেনাফি ব্যাখ্যা করে বলেন, সিসিইসিসি ইথিওপিয়া হাওয়াসা শিল্পপার্ক ডিজাইন, নির্মাণ ও বছরব্যাপী রক্ষণাবেক্ষণ কাজ করছে। কোম্পানিটি উচ্চমানের নকশা ও নির্মাণে অবিচল। নয় মাসের মধ্যে প্রকল্পের প্রথম পর্বে প্রধান নির্মাণ কর্তব্য সম্পন্ন করেছে, যা ইথিওপিয়ায় সরকারি প্রকল্প নির্মাণ গতির নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তারপর কোম্পানিটি দ্রুততার সাথে প্রথম পর্বে দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন করে, ইথিওপিয়া সরকারের প্রশংসা পায়। সেই সময় প্রধানমন্ত্রীর অর্পন করা ‘অসামান্য অবদান পুরস্কার’ পায়।

হাওয়াসা শিল্পপার্কের দ্রুত নির্মাণ শিল্পপার্কে বিনিয়োগ ও অপারেশনের জন্য সুষ্ঠু ভিত্তি স্থাপন করে। ফলে ব্যাপকভাবে ইথিওপিয়া সরকারের শিল্পায়ন উন্নয়নের প্রত্যয় বাড়ায়। স্থানীয় বাসিন্দারা শিল্পপার্কটিকে ‘ইথিওপিয়ার শিল্পায়নের মাইলফলক প্রকল্প’ বলে পরিচিত।

শিল্পপার্কে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, বেলজিয়াম, ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ২০টির বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে এবং সার্বিকভাবে উত্পাদন করছে। জানা গেছে, শিল্পপার্কের রপ্তানি আয় ক্রমশ বাড়ছে এবং এটি ৩০ হাজারের বেশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করেছে।

উসি চিনমাও ইথিওপিয়ার কাপড়ের কারখানার উত্পাদন কর্মশালায় ব্যাপক স্থানীয় কর্মী সমাবেশ লাইনে সতর্কতার সাথে কাজ করছে। কারখানা উজ্জ্বল এবং পরিষ্কার, পরিবেশ সুন্দর। ২০২৩ সালে ইথিওপিয়ায় উসি চিনমাও’র মোট রপ্তানি পরিমাণ ছিল ২.০৫১ কোটি মার্কিন ডলার। যা ইথিওপিয়ার বস্ত্র ও পোশাক রপ্তানিতে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

Close
Messenger Pinterest LinkedIn