বাংলা

রোববারের আলাপন: চীনের মুক্ত দৌড়দল বিশ্বকাপের প্রথম স্বর্ণপদক জয় করেছে

CMG2024-06-08 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ ও তৌহিদ।

বন্ধুরা, সম্প্রতি চীনের মুক্ত দৌড়দল বিশ্বকাপের প্রথম স্বর্ণপদক জয় করেছে। আমরা আজ প্রথমে এ সম্পর্কিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করব,কেমন?

ফ্রান্স সময় ১২ মে দেশটির মন্তেরিয়েতে মুক্ত দৌড় বা পারকৌর বিশ্বকাপ-২০২৪র ধারাবাহিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চীনা খেলোয়াড় সাং ছুন সং নারীদের মুক্ত দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন। যা চীনা মুক্ত দৌড় দলের বিশ্বকাপের প্রথম স্বর্ণপদক।

চীনা খেলোয়াড় লি মে হুই নারীদের ফ্রিস্টাইলে তৃতীয় স্থান অর্জন করেছেন। ইয়াং সিও ছিয়াং পুরুষদের ফ্রিস্টাইলে সপ্তম স্থান অর্জন করেছেন। এবারের প্রতিযোগিতা হচ্ছে চীনা মুক্ত দৌড়দলের প্রথম বিদেশে অংশগ্রহণ করা প্রতিযোগিতা।

উল্লেখ্য, মুক্ত দৌড় হচ্ছে রাস্তায় অনুষ্ঠিত একটি চরম পর্যায়ের ঝুঁকিপূর্ণ ক্রীড়া। যা এখন জনপ্রিয়তা পাচ্ছে।

মুক্ত দৌড় একটি যুবকদের ক্রীড়া, যা আসলে অনেক আকর্ষণীয়। ভাই চীনের যুব বা তরুণ তারা কি কি ধরনের খেলা বা ব্যায়াম পছন্দ করে বলে আপনি মনে করেন?

আমাদের বাংলাদেশের তরুণরা কি ধরনের খেলা পছন্দ করেন ভাই?

আমরা তরুণদের ক্রীড়া নিয়ে অনেক কথা বলেছি, চীনের বয়স্করাও খেলাধুলায় অনেক আগ্রহী। আপনি এ বিষয়ে কি মনে করেন।

বাংলাদেশে বয়স্করা কি ধরনের খেলা বা ব্যায়াম পছন্দ করেন ? এ খাতে চীনের বয়স্কদের সঙ্গে মিল ও পার্থক্য কি কি?

তৌহিদ:...

সংগীত

বন্ধুরা, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাপদ্ধতি ও ওষুধ বা টিসিএম চীনের জাতীয় ঐতিহ্যিক সম্পদ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এতে উপকৃত হয়েছে এবং তাদের সুস্থতার মান বাড়ছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে হাঙ্গেরি চীনের ঐতিহ্যবাহী ওষুধ ব্যবহারে আইনি বৈধতা দিয়েছে। সে দেশে টিসিএম অনেক উন্নত হচ্ছে।

হাঙ্গেরি ছি হুয়াং টিসিএম কেন্দ্র ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রটির প্রধান ছেন চেন জানান, টিসিএম ইতোমধ্যে হাঙ্গেরির অনেক মানুষের জীবনের একটি অংশে পরিণত হয়েছে। এর মাধ্যমে তারা জানতে পারেন, বছরের বিভিন্ন মৌসুমে কোন খাবার খেলে শরীর ভালো থাকে। টিসিএমের জ্ঞান ও তথ্য সহজে বোঝা যায় এবং মানুষ পছন্দ করে।

হাঙ্গেরির একজন রোগী বলেন, অনেক চিকিৎসা ব্যর্থ হওয়ার পর, তিনি টিসিএম গ্রহণ করছেন। তিনি বিশ্বাস করেন, টিসিএম তাকে সাহায্য করতে পারবে।

হাঙ্গেরি ছি হুয়াং টিসিএম কেন্দ্রের অনুবাদক বলেন, টিসিএমের মাধ্যমে, অনেক রোগী উপকৃত হয়েছেন। এমনকি, কিছু কিছু জটিল অসুস্থতাও ভালো হয়েছে।

ভাই, টিসিএমের খাতে আপনার নিজের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারবেন কি?

তৌহিদ:

বাংলাদেশে আমি দেখেছি, কিছু কিছু বাংলাদেশের ঐতিহ্যবাহী হারবাল ঔষুধ ফার্মেসিতে পাওয়া যায়। এ সম্পর্কে আমাদের কিছু বলতে পারবেন কি?

তৌহিদ:...

Close
Messenger Pinterest LinkedIn