বাংলা

ঐতিহ্য ধরে রাখছেন সংগ্রাহক সুইলিং-China Radio International

cri2021-08-19 19:02:58

চীনের কানসু প্রদেশে বাস করে ইউগুর জাতির মানুষ। এই জাতির লোকসংখ্যা প্রায় ১৬ হাজার। বলা হয়ে থাকে তুর্কি ও মঙ্গোল জাতির সংমিশ্রণে ইউগুর জাতির উৎপত্তি যারা অধিকাংশই তিব্বতি বৌদ্ধ। এদের রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ লোকজ ঐতিহ্য। এই লোকজ ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এই জাতির একজন প্রবীণ নারী খ সুইলিং। ঐতিহ্যবাহী শিল্প সামগ্রীর সংগ্রাহক হিসেবে সারা চীনে তিনি সুপরিচিত।

৬০ বছর বয়সী সুইলিং তার জাতির ঐতিহ্যবাহী শিল্প সামগ্রী সংগ্রহ করে গড়ে তুলেছেন সংগ্রহশালা। কিন্তু অনেক চাহিদা থাকা সত্ত্বেও তিনি এখান থেকে কোন শিল্পসামগ্রী বিক্রি করেন না।

তিনি বলেন, ‘ইউগুররা মূলত কানসু প্রদেশে বসবাস করে। আমাদের কোন লিখিত ভাষা নেই। তাই আমাদের রীতিনীতিগুলো ধরে রাখা বেশ কঠিন। আমি যদি এগুলো বিক্রি করি তাহলে পরবর্তি প্রজন্ম কিভাবে আমাদের সংস্কৃতি বিষয়ে জানতে পারবে?’

তিনি ১৪ বছর বয়স থেকে তার জাতির শিল্প সামগ্রী সংগ্রহ করছেন। নিজের উপার্জনের একটা বড় অংশ ব্যয় করেছেন এই কাজে। সুইলিং একজন প্রতিভাবান শিল্পীও বটে। শিল্প কর্মের জন্য জাতীয় পর্যায়ে অনেক পুরস্কারও জয় করেছেন। নকশী কাজ দিয়ে তার সংগ্রহের সুচনা। আবার তিনি নিজেও নকশী কাজে পারদর্শী। তার জাতির নকশী কাজের ঐতিহ্য ধরে রেখেছেন এবং সেটিকে পরবর্তি প্রজন্মের কাছে পৌছেও দিচ্ছেন। তিনি সংগ্রহ করেছেন ইউগুর লোকজ পুতুল, নকশী কাজ, ও নানা রকম শিল্পসামগ্রী যার মূল্য ১.৭ মিলিয়ন ইউয়ান।খ সুইলিং এভাবেই তার জাতির ঐতিহ্য ধরে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি করে চলেছেন ও অন্যদের সামনেও স্থাপন করছেন অনুস্মরণীয় দৃষ্টান্ত।

শান্তা মারিয়া

Close
Messenger Pinterest LinkedIn