বাংলা

স্বর্ণজয়ী ইয়াং ছিয়ান-China Radio International

cri2021-07-29 18:56:50

চলমান অলিম্পিক ক্রীড়ায় টোকিওতে নিজের প্রথম অলিম্পিক অভিষেকেই বাজিমাত করলেন চীনা নারী ক্রীড়াবিদ শ্যুটার ইয়াং ছিয়ান। চীনের হয়ে টোকিও অলিম্পিকের প্রথম সোনাটি জিতেছেন তিনি।

গেল শনিবার টোকিও অলিম্পিকে তিন ইভেন্টে তিনটি স্বর্ণ পদক এবং একটি ব্রোঞ্জ জিতেছেন চীনা অ্যাথলিটরা। এদিন টোকিও আসাকা শ্যুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলে রুশ ও সুইস প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এ কৃতিত্ব দেখান ২১ বছর বয়সী নারী ইয়াং ছিয়ান। ইয়াং ছিয়ানের প্রথম সোনা জয়ের মধ্য দিয়ে টোকিও অলিম্পিকে চীনের শুভ সূচনা হয়েছে। তার প্রবল ইচ্ছা শক্তি তাকে কঠোর শ্যুটিং প্রশিক্ষণের মাধ্যমে সাধনা চালিয়ে যেতে এবং দুর্দান্ত অসুবিধা কাটিয়ে উঠতে সহায়তা করেছে। এয়ার রাইফেল অলিম্পিক ইভেন্টে অ্যাথলিটদের বন্দুক ধরার সময় একইসঙ্গে কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি স্থির থাকতে হয়। ইয়াং ছিয়ানের অধ্যবসায়ের কারণেই তা অর্জন করা সম্ভব হয়েছে।

বাছাইপর্বে ষষ্ঠ স্থানে থাকা ইয়াং ফাইনালে ২৫১.৮ পয়েন্ট অর্জন করে চীনকে টোকিওর দুর্দান্ত সূচনা এনে দেয়। ক্রীড়া বিশ্লেষকরা মনে করেন, এ ফলাফলটি ভবিষ্যতের অলিম্পিক প্রতিযোগীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে ।

রওজায়ে জাবিদা ঐশী

Close
Messenger Pinterest LinkedIn