বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩৯

CMG2024-11-15 20:52:06

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø বিশ্বের সবচেয়ে বড় ফাইভ জি নেটওয়ার্ক চীনের দখলে

এক মুহুর্ত অপেক্ষার নেই অবকাশ। প্রযুক্তির কল্যাণে দ্রুত গতিতে ছুটছে হালের বিশ্ব। আধুনিকতার শীর্ষে থাকা বৈশ্বিক জনপদকে আরও গতিশীল করে তুলেছে যে কয়টি মাধ্যম, তারমধ্যে অন্যতম ফাইভ-জি নেটওয়ার্ক।

আর এই ফাইভ-জি নেটওয়ার্কে বিশ্বে সবচেয়ে বেশি আধিপত্য চীনের। দেশটির ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বর্তমান বিশ্বের বৃহত্তম ফাইভ-জি নেটওয়ার্ক চীনের দখলে। দেশটিতে রয়েছে চল্লিশ লাখের বেশি বেজ স্টেশন। যা দেশের মোট মোবাইল বেজ স্টেশনের ৩২ শতাংশের কিছু বেশি। জীবনমানকে গতিশীল করার পাশাপাশি অর্থনীতিতেও গতি এনেছে এই ফাইভ-জি বা পঞ্চম প্রজন্ম।

ব্যবসাখাত কিংবা বিনোদন.. সবখানেই ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে ফাইভ-জি। পঞ্চম-প্রজন্মের এই টেলিযোগাযোগ প্রযুক্তি। অবদান রেখেছে চীনের জাতীয় অর্থনীতির ৭৪টি প্রধান বিভাগ জুড়ে।

নীতি ও অর্থনীতি গবেষণা ইনস্টিটিউটের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার উইয়ে লিউরং বলেন,

জাতীয় অর্থনীতির অন্যান্য বেশকিছু শিল্পে ব্যাবহার হচ্ছে ফাইভ-জি পরিষেবা। এর থেকে প্রাপ্ত আয় ১৪ ট্রিলিয়ন ইউয়ানে ছাড়িয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হল এই ধরনের গুরুত্বপূর্ণ অর্জনের ব্যপ্তি বাড়াতে আমাদের 'সিগন্যাল আপগ্রেডিং' প্রক্রিয়া চালিয়ে যাওয়া।

শিল্প খাতে, ফাইভ-জি পরিষেবার ব্যবহার ত্বরান্বিত করছে উতপাদন প্রক্রিয়াকে। রোবোটিক বিভিন্ন অস্ত্র নির্মাণকে করছে সুনিপুণ এবং কার্যকরী।

ব্যবসায়িক পদ্ধতি এবং ডিজিটালাইজেশনের প্রধান শ্যং ফেইফেই বলেন,

নতুন কারখানায় ডেটা ইন্টিগ্রেশনের গতি আগের তুলনায় অন্তত ১০ গুণ বেড়েছে। আমরা কয়েক মাসেই ১৭০টি পরিবর্তন করেছি, যা খুব অল্প সময়ের মধ্যে বড় সাফল্য।

ভিউশাইন মিটারিং লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট উয়ু চাংসিয়াং জানান.

আমরা প্রতিটি প্রোডাকশন লাইনে কর্মীদের সংখ্যা ৫০ থেকে কমিয়ে পাঁচজন করেছি, এবং উতপাদন দক্ষতা প্রতি শিফটে আড়াই হাজার ইউনিট থেকে ৩ হাজার ৬শ' ইউনিটে উন্নীত হয়েছে। আমরা আমাদের বর্তমান ফাইভ-জি স্মার্ট ফ্যাক্টরিতে মূল ঐতিহ্যগত পদ্ধতি থেকে রূপান্তর করার পরিকল্পনা করছি।

বিশেষজ্ঞরা বলেছেন, শুধু উতপাদন ও দৈনন্দিন জীবনেই নয়.. ফাইভ-জি'র প্রভাব খনি, বন্দর এবং শক্তি সহ বিভিন্ন খাতে অনুভূত হচ্ছে।

ফাইভ-জি প্লাস ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট' প্রকল্পের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে বলে জানান দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী চাও চিকুও। বৃহৎ আকারের ফাইভজির নানা অ্যাপ্লিকেশনের 'সেট-সেল' এর মান উন্নয়নের জন্য কাজ করবে তারা। যা বিভিন্ন শিল্পখাতে ফাইভজির ব্যাবহার বাড়াতে গভীরভাবে সহযোগিতা করব এবং নতুন অ্যাপ্লিকেশন প্রনয়নে খোঁজ চালিয়ে যাবে বলে জানান তিনি।

চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উতপাদনের আধুনিকীকরণে ফাইভ-জির ভূমিকা আরও বাড়বে বলে আশা গবেষকদের।

কন্ঠ || রওজায়ে জাবেদা ঐশী

প্রতিবেদন || শাহানশাহ রাসেল

Ø সম্প্রতি শেষ হওয়া চীন আন্তর্জাতিক আমদানি মেলার আউটকাম বা ফলাফল

বিশ্বের প্রথম আন্তর্জাতিক পর্যায়ের এক্সপো মেলা চীন আন্তর্জাতিক আমদানি মেলা। সম্প্রতি চীনের শাংহাই মিউনিসিপালটির ন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এই মেলার সপ্তম আসর। প্রতিবারের মতো নতুন প্রযুক্তির নানা পণ্যের জমকালো প্রদর্শনী দেখা যায় এবারের মেলায়।

‘নতুন যুগ, অভিন্ন ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে এবারের মেলা উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলো ভুচেভিকের মতো বিভিন্ন দেশের নেতারাও অংশ নেন।

৪ লাখ ২০ হাজার বর্গমিটারেরও বেশি প্রদর্শনী অঞ্চল নিয়ে চলে এবারের মেলা। যেখানে অংশ নেয় ১২৯টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৩ হাজার ৫০০ কোম্পানি। এর মধ্যে বিশ্বের সেরা ৫০০ শিল্পপ্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি রয়েছে। তাছাড়া টানা ৭ বছর ধরে এ মেলায় অংশগ্রহণ করেছে এমন ১৮৬টি শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা অংশগ্রহণ করে ।

মেলায় ১২৯টি দেশের ৪০০টিরও বেশি নতুন পণ্য, প্রযুক্তি ও পরিষেবা প্রদর্শিত হয়েছে। পাশাপাশি মেলায় প্রদর্শিত হয় চীনের সর্বশেষ প্রযুক্তি। এর মধ্যে রয়েছে ছাংএ্য-৬ চন্দ্র প্রোব, গভীর সমুদ্রের মানুষ বহনকারী সাবমারসিবল যান, হিউম্যানয়েড রোবট এবং বিশেষ স্মার্টফোন।

ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস এবং শিল্প রোবটের দেখা মেলে এবারের মেলায়। এই আমদানি মেলায় প্রথম ব্রেইন পেসমেকার নিয়ে আসে বিশ্বের অন্যতম বৃহত্তম মেডিকেল ডিভাইস কোম্পানি মেডট্রোনিক। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ব্রেইন পেসমেকার বিভিন্ন রোগে আক্রান্ত রোগিদের সাহায্য করে থাকে।

মেডট্রোনিক কোম্পানির সিনিয়র ডিরেক্টর চন চিয়ানরং বলেন, "আমাদের মস্তিষ্ক এবং স্নায়ু ব্যবস্থা একটি বিশাল মহাবিশ্বের মতো, এবং বুদ্ধিমান সংবেদনশীলতা মস্তিষ্কে রোগ সম্পর্কিত সঙ্কেতগুলি সনাক্ত ও ক্যাপচার করতে পারে। উদাহরণস্বরূপ, মৃগী এবং অনেক স্নায়ুবিজ্ঞান সম্পর্কিত রোগগুলো সঙ্কেতের মাধ্যমে অনুসন্ধান করে চিকিৎসা করা সম্ভব।”

এছাড়া দেখা মেলে বিভিন্ন আধুনিকপ্রযুক্তির চিকিৎসা সেবাদানকারী রোবটেরও।

এবারের মেলায় ৮৯ হাজার বর্গমিটার জায়গাজুড়ে প্রদর্শিত হয় বিশ্বের প্রযুক্তিনির্ভর কৃষি পণ্য। এবার বেশি দৃষ্টি কাড়ে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের লবণাক্ত-ক্ষারযুক্ত জমির মাটির নমুনা ।

এবারের আমদানি মেলায় প্রথম দিনেই প্রথম প্রথম ৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছিল। আর শেষদিন পর্যন্ত ৮০.০১ বিলিয়ন ডলারের রেকর্ড পণ্য ও পরিষেবা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে।

সিআইআইই-এর পুরাতন বন্ধু বাংলাদেশ। তাইতো গেল কয়েকবারের মতো এবারও মেলায় অংশ নেয় বাংলাদেশ। পাশাপাশি এবারের মেলায় বিশ্বের ৩৭টি স্বল্প উন্নত দেশের জন্য ১২৮টি বিনামূল্যে বুথ এবং অন্যান্য সহায়তা ব্যবস্থা প্রদান করে মেলা কর্তৃপক্ষ।

শাংহাই আমদানি মেলায় শুধু পণ্য ও পরিষেবার বিনিময় হয় তা নয়, সংস্কৃতি ও চেতনার বিনিময়ও ঘটে। ২০১৮ সালে চালু হওয়া সিআইআইই হলো বিশ্বের প্রথম আমদানি-ভিত্তিক জাতীয় পর্যায়ের এক্সপো।

প্রতিবেদন || আফরিন মিম

সম্পাদনা || ফয়সল আব্দুল্লাহ

Ø বছরে ১ কোটি এনইভি গাড়ি তৈরিতে বিশ্বের প্রথম দেশ এখন চীন

চীন প্রথম বারের মত বছরে ১ কোটি এনইভি বা নতুন জ্বালানির গাড়ি নির্মাণের ক্লাবে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে দেশটির গাড়ি তৈরির সংস্থা চায়না এসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-সিএএএম এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে বিশ্বের একমাত্র দেশ হিসেবে চীন বছরে এক কোটি ইউনিটের বেশি এনইভি গাড়ি তৈরির মাইলফলক অর্জন করল।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

Close
Messenger Pinterest LinkedIn