বাংলা

‘বিজনেস টাইম’পর্ব- ৩৪

CMG2024-10-11 23:24:49

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

 সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটিতে চীনের অর্থনীতি হয়েছে বেশ চাঙ্গা

জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটিতে চীনের অর্থনীতি হয়েছে বেশ চাঙ্গা। দেশটির পর্যটন, পরিবহন ও বিনোদনসহ বিভিন্ন খাতে প্রশংসনীয় আয় বেড়েছে।

এই ছুটিতে চীনের বিনোদনপ্রেমী মানুষের চলে সিনেমা দেখার ধুম। চীনা চলচ্চিত্র প্রশাসনের তথ্যসূত্রে জানা গেছে সাত দিনে বক্স অফিসে আয় হয়েছে প্রায় ৩০ কোটি ডলার।

সায়েন্স ফিকশন, সামাজিক অপরাধবিরোধী, দেশপ্রেম ও ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির পটভূমির সিনেমাগুলোই ছিল জনপ্রিয়তার শীর্ষে।

চীনের নামকরা পরিচালক ছেন খাইকের সর্বশেষ সিনেমা ‘দ্য ভলান্টিয়ার্স: দ্য ব্যাটল অফ লাইফ অ্যান্ড ডেথ’ প্রায় সাড়ে ১১ কোটি ডলার আয় করে তালিকার শীর্ষে আছে। ক্রাইম ড্রামা ‘টাইগার উলফ রবিট’ আয় করে ৫ কোটি ১০ লাখ ডলার । থ্রিলার সিনেমা ‘দ্যা সেভেন হ্যানড্রেড ফোরটিনাইন ব্যুরো’ আয় করে ৫ কোটি ৪ লাখ ডলার। এছাড়া বক্স অফিসে ভালো করেছে ‘হাই ফোর্সেস’ এবং জ্যাকি চ্যানের অ্যাকশন-কমেডি ‘পান্ডা প্ল্যান’।

এদিকে, ছুটিতে চীনের অনেক শহরে বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। দেশেরটির আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ খবর জানায়।

ছুটির সাত দিনে বেইজিংয়ে বাড়ি কেনার জন্য আগ্রহী দর্শনার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে বেশি ছিল। পুরনো বাড়ি কেনার জন্য আগ্রহীদের আনাগোনা ছিল গতবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এদিকে ছুটির সময়ে দেশটি পরিবহন খাত অর্থনৈতিক শক্তিশালি হয়েছে। জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটির শেষ দিন সোমবার সকাল ৯টা পর্যন্ত মোট ১৬ কোটি ৪০ লাখ ট্রেন টিকিট বিক্রি হয়েছে।

৬ অক্টোবর রোববার দেশব্যাপী ট্রেনযাত্রীর সংখ্যা ছিল ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার।

এবারের জাতীয় দিবসে চাঙ্গা ছিল অভ্যন্তরিন পর্যটন খাত। চীনের মূল ভূখণ্ড থেকে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ভ্রমণ করেছে ৯ লাখ ৮০ হাজার পর্যটক, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। রোববার হংকং প্রশাসনের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে।

শুধু তাই নয়, এই ছুটিতে ১ থেকে ৫ অক্টোবর চীনের বিভিন্ন পার্কে ভ্রমণ করেছে ১২১ মিলিয়ন দর্শনার্থী। রোববার দেশটির আবাসন ও নগর পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। ফলে এই গোল্ডেন উইকে বাণিজ্য খাতে চীনের অর্থৈনৈতিক সূচক উর্ধমুখী ছিল।

প্রতিবেদন: শাহানশাহ রাসেল

কন্ঠ: রওজায়ে জাবেদা ঐশী

 চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত রপ্তানির সুযোগ কাজে লাগাতে যা যা করতে হবে: সাক্ষাৎকার

স্বল্পোন্নত দেশ হিসেবে শতভাগ পণ্যে রপ্তানি সুবিধা দিয়েছে চীন। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন। বাংলাদেশ শুল্কমুক্তপণ্যের দারুণ এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে কমবে বাণিজ্য ঘাটতি। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পুরোপুরি কাজে লাগাতে যা যা করতে হবে

এনিয়ে নিয়ে চায়না আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর।

তিনি জানান, বাংলাদেশে শ্রমমূল্য হওয়ার কারণে এদেশ থেকে উৎপাদিত পণ্য কমদামে চীনের বাজারে বিক্রি করার সম্ভব। বাজার তৈরি করতে দুপক্ষের সহযোগিতায় চীনের বিভিন্ন প্রদেশে বাংলাদেশের উদ্যোক্তাদের নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা যেতে পারে। বাংলাদেশে যা উৎপাদন নিয়ে এ নিয়ে সঠিক পরিকল্পনা করলে চীনের কম এক বিলিয়ন ডলারের বেশি রপ্তানীর সুযোগ আছে।

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

Close
Messenger Pinterest LinkedIn