বাংলা

“রিজার্ভ দ্রুত নেমে যাওয়াটা চিন্তার বিষয়”

CMG2022-11-10 17:34:07

ব্যবসাপাতির ৯৯তম পর্বে যা থাকছে:

# খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহার করছে চীন

# শীতের সবজি বাজারে এলেও চড়া দামে ক্রেতা কম

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“রিজার্ভের পরিমাণ যেভাবে দ্রুত নেমে যাচ্ছে সেটা একটা চিন্তার বিষয় বটে। এটা যদি আমরা রোধ না করতে পারি তাহলে এর ফলটা, তাহলে কিন্তু ভবিষ্যতে এর যে চ্যালেঞ্জটা আরো বেশি বাড়বে (ইনটেন্স হবে)। তখন আমাদের আমদানি পরিস্থিতি, আরো যেসব বাধ্যবাধকতা আছে এমনকি ২০২৪-২৫ সাল থেকে ঋণ পরিশোধের যে বাধ্যবাধকতা তৈরি হবে সেটাতে সমস্যা হবে। বাংলাদেশ ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে কিন্তু সেটার উল্লেখযোগ্য অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না।”

ড. সালেহ উদ্দিন আহমেদ

সাবেক গভর্নর

বাংলাদেশ ব্যাংক

Close
Messenger Pinterest LinkedIn