বাংলা

“চীনের সঙ্গে বিমান চলাচল শুরু: চাঙ্গা হবে চীন-বাংলাদেশ বাণিজ্য”

CMG2022-07-28 19:57:20

ব্যবসাপাতির ৮৪তম পর্বে যা থাকছে:

# ‘বাংলাদেশে জ্বালানি তেলের সংকট নেই, মজুদও পর্যাপ্ত’

# টেকসই কৃষি নিশ্চিত করতে গবেষণায় জোর দিয়েছে চীন

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“দু’বছরের বেশি সময় ধরে ব্যবসায়ী মহল চীনের সঙ্গে বিমান চলাচলের এমন ঘোষণার অপেক্ষায় ছিলো। চীনের সাথে আমাদের যে ব্যাপক বাণিজ্য, বিশেষ করে আমদানি ও বিনিয়োগ অনেকটা স্থাবির হয়ে ছিলো। আমাদের নিয়মিত আমদানি-রপ্তানি চালিয়ে যাচ্ছিলাম কিন্তু প্রত্যেক ব্যবসায়ীই চান তিনি যখন একটি পণ্য আমদানি করবেন, ওই জায়গায় যাওয়া এবং দেখেশুনে পণ্যটি নিয়ে আসতে, কয়েকটি কারখানার সঙ্গে কথা বলা ইত্যাদি। আর এভাবেই আমরা ব্যবসায় অভ্যস্ত ছিলাম। সেটা খুবই ব্যহত হচ্ছিলো। বিমান চলাচল শুরুর উদ্যোগে আবারো ব্যবসায়ীদের জন্য সেই সুযোগ তৈরি হচ্ছে। আমরা একে স্বাগত জানাই।“

আল মামুন মৃধা

মুখপাত্র ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

Close
Messenger Pinterest LinkedIn