“আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কমছে না তেলের দাম”
CMG2022-07-21 20:07:28
ব্যবসাপাতির ৮৩তম পর্বে যা থাকছে:
# ভোজ্য তেলের নতুন দামের প্রভাব নেই বাজারে
# গাড়ি তৈরির পেছনের গল্প
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“আন্তর্জাতিক বাজারে গেল ২ মাসে বাংলাদেশী টাকার হিসাবে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০টাকার বেশি কমেছে। কিন্তু বাংলাদেশে তার ৫০% কমানোর সিদ্ধান্ত হয়েছে, এখনো কার্যকর হয়নি। যখন কোন কিছু দাম ঘোষণা হয়, তখন থেকেই বাজারেও সেই দামই কার্যকর হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে সেটা হয়না। কারণ, দেশের ব্যবসায়ী সিন্ডিকেটগুলো বাজার নিয়ন্ত্রণ করে। বড় ব্যবসায়ীরা যদি দাম না কমায় তাহলে ছোট ব্যবসায়ীরাও কমাতে পারবেনা।“
পলাশ মাহমুদ
নির্বাহী পরিচালক
কনশাস কনজুমার্স সোসাইটি –সিসিএস