বাংলা

“জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন প্রযুক্তির ব্যবহার”

cmg2022-06-30 20:15:57

ব্যবসাপাতির ৮০তম পর্বে যা থাকছে:

# বাংলাদেশে বর্ষায় অর্থনীতির ভিন্নমাত্রা

# কুয়াংতোং-হংকং-ম্যাকাও হবে আন্তর্জাতিক অর্থনীতির কেন্দ্রবিন্দু

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“বাজেটে যতোটুকু বরাদ্দ থাকছে তার পুরোটার গুণগত ব্যয় হচ্ছে না। প্রকল্প বাস্তবায়নে সময় বেশি লাগছে, কাজের মান ভালো হচ্ছে না এবং ব্যয় বেড়ে যাচ্ছে। এটা আমাদের অন্যতম সমস্যা। সে কারণেই এবারের বাজেটে প্রথম বারের মতো যে ৬টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে তার মধ্যে এটা অন্তর্ভূক্ত করা হয়েছে। এটা খুবই ভালো লক্ষণ। সামনের দিনগুলোতে ভালো কিছু আশা করি।”

ড. মো. আইনুল ইসলাম

অধ্যাপক, অর্থনীতি বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Close
Messenger Pinterest LinkedIn