বাংলা

“সরকার ঘোষিত মধ্য ও দীর্ঘমেয়াদী নীতির পথে নেই বাজেট ”

CMG2022-06-16 20:13:25

ব্যবসাপাতির ৭৮তম পর্বে যা থাকছে:

# বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের

# সাগরে কোরালরিফ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ চীনের

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“বাজেট কি আসলেই সরকার ঘোষিত মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী নীতির পথে হাঁটছে কি? আমরা বলছি না। কারণ, সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সুস্পশষ্টভাবে বলা আছে, বৈষম্য কমানো, দারিদ্র্য বিমোচনা ও কর্মসংস্থান সৃষ্টি করার কথা। কথা ছিলো অর্থনীতির কর্মকাণ্ড যেগুলো হবে সেগুলো দরিদ্র মানুষকে বেশি উপকৃত করবে। অথচ এবারের বাজেট হয়েছে বৃহৎ ব্যবসাবান্ধব। ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের প্রকৃত আয় কমে যাচ্ছে মূল্যস্ফীতির কারণে তাদের জন্য তেমন কিছু নেই।”

Close
Messenger Pinterest LinkedIn