বাংলা

“আগাম ফসল ও সতর্কতাই পারে বন্যার ক্ষতি কমাতে”

CMG2022-05-26 19:35:15

“আগাম ফসল ও সতর্কতাই পারে বন্যার ক্ষতি কমাতে”

ব্যবসাপাতির ৭৫তম পর্বে যা থাকছে:

# সিলেটের বন্যায় কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি

# করোনাকালেও জমজমাট চীনের স্মার্ট ট্যুরিজম!

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“হাওর এলাকায় বন্যা বা বৃষ্টির পানি প্রবেশ করে বাঁধ ভেঙে। আমরা প্রতি বছরই দেখি যে আগাম কিছু প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে। বাধগুলো সঠিকভাবে মেরামত করার বিষয় থাকে। সেই কাজগুলো সঠিকভাবে করা হয়না বলেই মেরামতের অভাবে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হয়। এক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্টদের যথেষ্ট আগাম প্রস্তুতি থাকলে কৃষকের ক্ষতি কমানো সম্ভব।”

ড. মো. সাইদুর রহমান

অধ্যাপক, কৃষি অর্থনীতি বিভাগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

Close
Messenger Pinterest LinkedIn