বাংলা

গানের ছবি চোখে না ভাসলে গান গাওয়া যায় না: বাবুল বাউল

CMG2022-10-28 19:00:20

আপন আলোয় ৯২তম পর্বে অতিথি কুমিল্লার লোকসংগীত শিল্পী বাবুল বাউল

বাউল ফজলুর রহমান বাবুল। কুমিল্লায় তিনি বাবুল বাউল নামে সুপরিচিত।

লালন, হাসন, অনাদি সরকার, বিজয় সরকার, শাহ আব্দুল করিম, বাবা মুসলেম আলী ফকিরেরসহ বিভিন্ন ধারার লোক ও আধ্যাত্মিক গান করে থাকেন বাবুল বাউল। কুমিল্লার স্থানীয় মলয়া সংগীতও করেন তিনি। নিজেও সংগীত রচনা ও সুর করে গেয়ে থাকেন বাবুল বাউল।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লার অধুনা থিয়েটার ও কালিপদ মেমোরিয়াল কালচারাল একাডেমিসহ দেশ-বিদেশের অনেক সংগঠনের পুরস্কার ও সম্মাননা পেয়েছেন বাবুল বাউল।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন নিজের সংগীত সাধনার কথা। বললেন, গানের একটা ছবি আছে। ওই ছবিটা যদি চোখে না ভাসে তাহলে গান গাওয়া যায় না।

কুমিল্লায় একটি বাউল সংগীত একাডেমি প্রতিষ্ঠার দাবি বাবুল বাউলের। কুমিল্লার বিশিষ্ট মলয়া সংগীতের পাশাপাশি শুনিয়েছেন অনাদি সরকার, বিজয় সরকার, বাবা মুসলেম আলী ফকির আর নিজের লেখা ও সুর করা গান।

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Close
Messenger Pinterest LinkedIn