বাংলা

ফুচিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল কুলংইয়ু পিয়ানো আর্ট সপ্তাহ

CMG2022-10-21 18:34:20

সাধারণত গানের কনসার্টের আয়োজন সবজায়গায়েই বেশি হয়ে থাকে। কিন্তু পিয়ানোর মতো এমন আধুনিক বাদ্যযন্ত্রের আয়োজন সচরাচর দেখা যায় না।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে গেল সপ্তাহেই অনুষ্ঠিত হয়েছে ১১ তম কুলংইয়ু পিয়ানো আর্ট সপ্তাহ। জাতীয় দিবসের ৭ দিনের ছুটির সঙ্গে মিলিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে এই লম্বা ছুটিটাকে বাণিজ্যিকভাবেও কাজে লাগানো যায়।

কিছু আধুনিক উচ্চাঙ্গ সঙ্গীতের মতো গানের লাইনও এতে যুক্ত করা হয়। উদ্বোধনী কনসার্টে পিয়ানোবাদক ঠেনর শি ইয়িচি, মেজ্জো-সোপ্রানো লিয়াং নিং এবং শাহ চোহান বিন শাহরিতচুয়ান এবং সিয়ামেন ফিলহারমনিক অর্কেস্ট্রা সহ বেশ কয়েকজন বিখ্যাত শিল্পী উপস্থিত ছিলেন।

পিয়ানো আর্ট সপ্তাহের অংশ হিসেবে, কুলংইয়ু দ্বীপ জুড়ে অস্থায়ীভাবে বসানো হয় ৩০টি পিয়ানো। এসব উন্মুক্ত বাদ্যযন্ত্র বাজাতে বাদকদের পাশাপাশি সঙ্গীতজ্ঞরাও অংশ গ্রহণ করেন। এমন পরিবেশনা দর্শকদের দেয় এক প্রশান্তিদায়ক অনুভূতি।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Close
Messenger Pinterest LinkedIn