বাংলা

আপন আলোয় ৬৬

CMG2022-04-29 18:31:38

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে রবীন্দ্রসংগীত শিল্পী মহুয়া মঞ্জরী সুনন্দা

অন্তরঙ্গ আলাপন

শান্তিনিকেতনে গাছের পাতায় পাতায়, হাওয়ায় হাওয়ায় রবীন্দ্রনাথের গান: মহুয়া মঞ্জরী সুনন্দা

‘আমার শান্তিনিকেতন যাওয়াটা খুব জরুরি ছিল। সেখানে না গেলে বোধ হয় আমি রবীন্দ্রনাথের গানকে এভাবে দেখতে পেতাম না। এটা শুনতে হয়তো অন্যরকম লাগে, কিন্তু এটা সত্যি আমি উপলব্ধি করেছি যে, রবীন্দ্রনাথের গান (শান্তিনিকেতনে) গাছের পাতায় পাতায়, হাওয়ায় হাওয়ায়, পথে-প্রান্তরে, চারপাশে আশ্রম ঘিরে রয়েছে। চারপাশে তাকালেই রবীন্দ্রনাথকে অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, অনুধাবন করা যায়।’

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শান্তিকেতনে সংগীতে উচ্চশিক্ষা লাভের অভিজ্ঞতা বর্ণনা করলেন বর্তমান সময়ের একজন প্রতিভাবান রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক মহুয়া মঞ্জরী সুনন্দা।

নিমগ্ন গায়নশৈলীতে এরই মধ্যে শ্রোতা-বোদ্ধাদের নজর কেড়েছেন তিনি।

ছায়ানটে নজরুল সংগীতে ৬ বছরের কোর্স সম্পন্ন করেন সুনন্দা। পরে ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রসংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন কবিগুরুর বিশ্বভারতীতে।

বর্তমানে ছায়ানটে রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষকতা করছেন সুনন্দা।

পাশাপাশি যুক্ত রয়েছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে।

সাক্ষাৎকারে শান্তিনকেতনে শিক্ষালাভের পাশাপাশি, ছায়ানটে শিক্ষকতা, নিজের সংগীত স্কুল পরিচালনা ও সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন সুনন্দা। শুনিয়েছেন ডি এল রায়, নজরুল ও রবীন্দ্রনাথের বেশ কটি অনিন্দ্য-সুন্দর গান।

প্রিয় বন্ধুরা,

আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা ও ছবি: তানজিদ বসুনিয়া।

Close
Messenger Pinterest LinkedIn