বাংলা

মুক্তিযুদ্ধে অস্ত্রহাতে যুদ্ধ করতে চেয়েছিলাম: রফিকুল আলম

CMG2022-03-25 17:16:28

ছবি: রফিকুল আলম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চেয়েছিলেন অস্ত্রহাতে যুদ্ধ করতে। কিন্তু সময়ের দাবিতে তাঁকে কণ্ঠযোদ্ধা হতে হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। নোঙ্গর তোল তোল, সময় যে হল হল; যায় যদি যাক প্রাণ, তবু দেব না, দেব না গোলার ধানসহ মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী অনেক গানে সমবেত ও একক কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম।

৭০-এর দশকে গানের জগতে আসা এ শিল্পী তাঁর প্রজন্মে বাংলা আধুনিক গানের একটি নতুন ধারার সূচনা করেন। চলচ্চিত্রে তিন শতাধিক গানে প্লেব্যাক করেছেন তিনি। এক হৃদয়হীনার কাছে, আশা ছিল মনে মনে, তোমাকে ভুলে যেন না যাইসহ তাঁর বহু গান শ্রোতাদের মুখে মুখে ফেরে।

দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সিনে সাংবাদিক সমিতি পুরস্কার পেয়েছেন জনপ্রিয় এ শিল্পী।

মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শিল্পী রফিকুল আলম স্মৃতিচারণ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাঁর ঐতিহাসিক ভূমিকা নিয়ে। সমসাময়িক বাংলা গান নিয়ে দিয়েছেন তাঁর সুচিন্তিত মতামত। শুনিয়েছেন তাঁর জনপ্রিয় বেশ কিছু আধুনিক ও চলচ্চিত্রের গানের অংশবিশেষ।

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Close
Messenger Pinterest LinkedIn