বাংলা

নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ ঔষধ অধিদপ্তরের

CMG2022-03-13 18:41:30

ঢাকা, মার্চ ১৩: বাংলাদেশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ খেয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় সারাদেশের পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ওষুধ পরীক্ষার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সেই সঙ্গে উৎপাদিত নাপা সিরাপের নমুনা পরীক্ষার প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর জন্যও বলা হয়েছে। রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় এ কথা বলা হয়।

গেল ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ায়, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলি গ্রাম ও ৫ মিলি গ্রাম সিরাপের (ব্যাচ নং ৩২১১৩১২১) ওষুধ সেবন করে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট অধিদপ্তর।

ঐশী/শান্তা

Close
Messenger Pinterest LinkedIn