বাংলা

ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গে ১ বাংলাদেশির মৃত্যু-China Radio International

cri2021-05-28 20:18:20

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে বাংলাদেশে ১ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে তিনদিন আগে ওই রোগীর মৃত্যু হয়। ব্ল্যাক ফাঙ্গাসে তিনি আক্রান্তে ছিলেন বলে ধারণা করেছিলেন হাসপাতালে চিকিৎসকরা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার গণমাধ্যমকে জানানো হয়, মৃত ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের জীবাণু থাকতে পারে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন হাসপাতালের রেসপাইরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেলোয়ার। তিনি বলেন, ৬৫ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ও কিডনির সমস্যা ছিল। কোভিডে আক্রান্ত হয়ে সুস্থও হয়েছিলেন তিনি। মৃত্যুর পর এটা জানা গেছে যে, মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন ওই রোগী। পরিপূর্ণ রিপোর্ট পেতে আরও ৩ দিন সময় লাগবে বলে জানান তিনি। হাসপাতালের যুগ্ম পরিচালক ডাক্তার নাজিমুল ইসলাম চীন আন্তর্জাতিক বেতারকে জানান, এ ভাইরাসের উপসর্গ রয়েছে এমন আরও একজন রোগী ভর্তি আছেন। আরেকজন রোগী হাসপাতাল থেকে চলে গেলেন। তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

Close
Messenger Pinterest LinkedIn