বাংলা

সিনোফার্ম টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু বাংলাদেশে-China Radio International

cri2021-05-28 20:03:38

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে শুরু হয়েছে চীনের সিনোফার্মের তৈরি টিকার পরীক্ষামূলক প্রয়োগ। গত মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর চারটি সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও টেকনোলজিষ্টদের এ টিকা প্রদান করা হয়। চীনের সঙ্গে টিকা কেনার চুক্তি সম্পন্ন হলে চীনের সিনোফার্মের টিকা দিয়ে দেশে গণহারে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

চীনের উপহারের এই ৫ লাখ ডোজ টিকা দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থী, বাংলাদেশে বিভিন্ন কাজে অবস্থানরত চীনা নাগরিক ও চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এদিকে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনার টিকা কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং চুক্তি সম্পাদিত হলে আগামী জুন মাস থেকেই টিকার চালান বাংলাদেশে আসা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমির এক অনুষ্ঠানে তিনি জানান, প্রতি মাসে ৫০ লাখ করে টিকা আনা হবে চীন থেকে।

চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশকে উপহার হিসেবে ৫ লাখ টিকা দিয়েছি চীন। গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপে বাংলাদেশকে দ্বিতীয় ধাপে আরও ৬ লাখ টিকা উপহারের ঘোষণা দেয় চীন। খুব শীঘ্রই বাংলাদেশে চীনের টিকার উৎপাদন শুরু হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ যখন টিকা সংকটে ভুগছে তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। শুধু উপহার কিংবা বিশাল সংখ্যার টিকা সরবরাহ করাই নয়, বাংলাদেশের টিকা সংকট দূর করতে এ দেশেই চীনের টিকা উৎপাদনে সহায়তার কথা জানিয়েছে চীন। - তানজিদ বসুনিয়া/রহমান

Close
Messenger Pinterest LinkedIn