শিল্পকলায় মুগ্ধতা ছড়ালেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাক্রোব্যাটরা
নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অ্যাক্রোব্যাটের রয়েছে হাজার বছরের ঐতিহ্য। সেই চীনের বিশিষ্ট অ্যাক্রোব্যাট শিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা নানা কসরত দেখিয়ে দর্শকের কড়তালি কুড়িয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
শনিবার সন্ধ্যায় একাডেমির নাট্যশালায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করে এই মনোমুগ্ধকর অ্যাক্রোব্যাট প্রদর্শনীর।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক চীন ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান, বাংলাদেশের লুপ্তপ্রায় এই ঐতিহ্যকে পুনরুদ্ধারে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি আশা প্রকাশ করেন, দড়াবাজি বাংলাদেশে তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। চীনের বিখ্যাত অ্যাক্রোব্যাটিক কসরতটি যে বাংলাদেশেও ঐতিহ্য হিসেবে চলে আসছে বহু বছর ধরে সে কথাও মনে করিয়ে দেন তিনি।
গত ১৭ আগস্ট ৮ থেকে ১০ বছরের ২৩ জন শিশুশিল্পী এবং ২ জন প্রশিক্ষকসহ ২৫ জনের একটি দল চীন থেকে অ্যাক্রোব্যাটিকের প্রশিক্ষণ নিয়ে আসেন। জ্যেষ্ঠ অ্যাক্রোবেটিক শিল্পীদের সঙ্গে এই শিল্পীদের নিয়েই ছিল এবারের আয়োজনটি।
গতকালের অ্যাক্রোব্যাটিক প্রদর্শনীতে দেখানো হয়—রোপ রাউন্ড বিল; অ্যারিয়েল হুপ; ব্ল্যাঙ্কেট ব্যালেন্স; ব্যারেল ব্যালেন্স; চেয়ার সেটিং; মাউন স্কিল; দিয়াবো ব্যালেন্স; ফায়ার/ব্যাম্প; রিং ড্যান্স; রোলার ব্যালেন্স; রিং জাম্প নামের বিভিন্ন কৌশল।
নাহার/ফয়সল