বাংলা

সফলভাবে কক্ষপথে ঘুরেছে চীনের স্ফীত স্পেস ক্যাপসুল

CMG2024-11-22 14:32:45

নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি একটি ইনফ্ল্যাটেবল বা স্ফীত ক্যাপসুল শিচিয়ান-১৯ স্যাটেলাইটের মাধ্যমে ইন-অরবিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার চায়না একাডেমি অফ স্পেস টেকনোলজি (সিএএসটি) জানাল এ খবর।

ইনফ্ল্যাটেবল ক্যাপসুল হলো একটি সিল করা ক্যাপসুল যা নমনীয় বহিরাবরণ দিয়ে গঠিত। উৎক্ষেপণের সময় এই ক্যাপসুল সংকুচিত ও ভাঁজ করা অবস্থায় থাকে। কক্ষপথে প্রবেশের পর এটি ক্রমশ স্ফীত হয়।

ক্যাপসুলটির ভারবহন ও বায়ুরোধী কর্মক্ষমতা এবং অভ্যন্তরীণ তাপমাত্রার মতো সূচকগুলো চীনা বিজ্ঞানীদের প্রত্যাশা পূরণ করেছে বলে জানিয়েছে সিএএসটি।

ইনফ্ল্যাটেবল ক্যাপসুলের এ সাফল্য চীনের মহাকাশ স্টেশনের উন্নয়ন ও মনুষবাহী চন্দ্রাভিযানের মতো বড় প্রকল্পগুলোয় ব্যাপক প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে সিএএসটি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Close
Messenger Pinterest LinkedIn