বাংলা

ব্রাজিলে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

CMG2024-11-20 18:31:59

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই দুই মন্ত্রী বৈঠক করেছেন।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের উচিত একে অপরের মূল স্বার্থকে সম্মান করা, আলোচনা ও যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা। পাশাপাশি আন্তরিকতা ও সততার সঙ্গে মতভেদের বিষয়গুলো সঠিকভাবে সমাধান করা। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনার ওপরও জোর দেন।

জয়শঙ্কর বলেন, ভারত শক্তিশালী যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে কাজ করবে। চীন ও ভারতের মধ্যে মতভেদের বিষয়গুলোর তুলনায় একমতের বিষয় অনেক বেশি। তাই উভয় পক্ষের উচিত দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখা, প্রাসঙ্গিক বিষয়গুলোকে আরও ইতিবাচক মনোভাব নিয়ে সমাধান করা।

আগামী বছর চীন ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই এই ৭৫তম বার্ষিকীতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে দু'দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলাপ-আলোচনা হয়। এছাড়া, চীন এবং ভারতের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া

Close
Messenger Pinterest LinkedIn