বাংলা

সাউথ আফ্রিকায় হুয়াওয়ের সাফল্য

CMG2024-11-20 18:28:59

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: ক্লাউড প্রযুক্তিতে সাউথ আফ্রিকায় বড় সাফল্যের দেখা পেয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গত পাঁচ বছরে দেশটিতে হুয়াওয়ের ক্লাউড বিজনেস বেড়েছে ১৬ গুণ এবং এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজারেরও বেশি গ্রাহককে ক্লাউড ভিত্তিক সেবা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

এই প্রেক্ষাপটে দেশটিতে নিজেদের ব্যবসা বিস্তৃত করে আয় বৃদ্ধি করতে আরও বেশি ক্লাউড সলিউশন নিয়ে আসার পরিকল্পনা করছে হুয়াওয়ে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ এক কর্মকর্তা।

হুয়াওয়ের ক্লাউড সলিউশনের গ্রাহক তালিয়ায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রয়েছে শিক্ষা, অর্থ, টেলিকম ও ই-কমার্স খাতের বিভিন প্রতিষ্ঠান।

নাহার/শান্তা

Close
Messenger Pinterest LinkedIn