বাংলা

পরিবেশবান্ধব ও স্মার্ট গৃহ নির্মাণের আহ্বান জানালেন চীনের প্রধানমন্ত্রী

CMG2024-11-19 15:11:11

নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নাগরিকদের উচ্চমানের আবাসন চাহিদা মেটাতে নিরাপদ, আরামদায়ক, পরিবেশবান্ধব ও স্মার্ট গৃহ নির্মাণ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

সোমবার বেইজিংয়ে একটি নির্মাণ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শনকালে এই মন্তব্য করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি।

চীনের প্রধানমন্ত্রী বলেন, নতুন বাড়ি নির্মাণ এবং পুরনো বাড়ি সংস্কারের ক্ষেত্রে জীবনযাত্রার অভ্যাস, বয়স এবং আর্থিক সামর্থ্য, বিভিন্ন গোষ্ঠীর চাহিদা বিবেচনা করা উচিত, বিশেষ করে বয়স্কদের মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং শিশুবান্ধব অঞ্চলগুলোর মতো নতুন চাহিদা বিবেচনা করা উচিত।

এ সময় তিনি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নকশা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মান উন্নত করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, শুধু নতুন শহর তৈরি করলেই হবে না, পুরনো শহরগুলোকেও আধুনিক করে তুলতে হবে যাতে সবাই ভালো থাকতে পারে। মানুষের জীবন যাত্রা আরও ভালো করতে এবং নতুন নতুন চাহিদা মেটাতে পুরনো বাড়িঘর, গলিগুলো সংস্কার করা জরুরি।

শহরকে নতুন করে গড়ে তোলার সময় পুরনো শহরের ইতিহাস আর সংস্কৃতিও যেন না হারিয়ে যায় সেদিকে গুরুত্ব দেওয়ার উপরও জোর দিয়েছেন তিনি।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Close
Messenger Pinterest LinkedIn