বাংলা

চীনের লেক-নদীতে জলচর পাখির আনাগোনা, পর্যটকদের ভিড়

CMG2024-11-18 17:39:51

নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: শরত শেষে প্রকৃতিতে এসেছে শীত। আর শীতের হাতছানিতে তুষার ঢাকা ভূমি থেকে অপেক্ষাকৃত উষ্ণ ভূমিতে উড়ে আসতে শুরু করেছে জলচর পাখির দল।

চীনের বিভিন্ন প্রদেশের লেক ও নদীতে চোখে পড়ছে নানা প্রজাতির জলচর পাখি। বিশেষ করে লিয়াওনিং প্রদেশের চিয়াওচৌ নদীতে দেখা মিলছে নানা প্রজাতির পাতি ভুতিহাঁসের দল।

নানা রঙের পাখনা মেলে তীব্র শীতের জড়তা কাটিয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে হাঁসের দল। বুনো এসব হাঁস ও পাখি দেখতে পার্ক ও নদীর তীরে ভিড় করেছেন পর্যটকরাও।

নাহার/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Close
Messenger Pinterest LinkedIn