উপকূলীয় বায়ুশক্তিতে বিশ্বে প্রথম স্থানে চীন
CMG2024-11-17 16:11:44
নভেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় গ্রিডে চলতি বছরের ৯ মাসে যুক্ত হয়েছে ৩ কোটি ৯১ লাখ কিলোওয়াট বায়ুশক্তির বিদ্যুৎ। উপকূলীয় বায়ুশক্তি শিল্প চেইন সহযোগিতা সংক্রান্ত সাম্প্রতিক এক সম্মেলনে চীনের এই মাইলফলককে বিশ্বে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে।
দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইহাইয়ে শনিবার অনুষ্ঠিত সম্মেলনে বলা হয়, চীন উপকূলীয় বায়ুশক্তিতে একটি স্বয়ংসম্পূর্ণ প্রযুক্তিগত শিল্প চেইন তৈরি করেছে।
চীনে ইনস্টল করা অফশোর বায়ুশক্তি সক্ষমতা ২০১৮ সালে ছিল ৫০ লাখ কিলোওয়াটের নিচে। ২০২৩ সালে এটি বেড়ে ৩ কোটি ৭৭ লাখে পৌঁছেছিল, যা বিশ্বের মোট উৎপাদনের ৫০ শতাংশ।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন