বাংলা

নামিবিয়ায় পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করছে চীন

CMG2024-11-16 16:24:00

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: নামিবিয়ায় ৪০ মেগাওয়াটের ‘ওটজিকোটো বায়োমাস পাওয়ার’ স্টেশন তৈরি করছে চীনা প্রতিষ্ঠান তোংফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কর্পোরেশন (ডিইসি)। এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শেষ হলে দেশটির অর্থনীতি ও জনজীবনে ব্যাপক সুফল বয়ে নিয়ে আসবে।

শুক্রবার উত্তর নামিবিয়ার সুমেবেতে দেশটির খনি ও জ্বালানি মন্ত্রী টম আলওইন্ডো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এর গুরুত্ব তুলে ধরেন।

তিনি জানান, বিদেশ থেকে বিদ্যুৎ আমদানিতে নির্ভরতা কমাতে এবং নামিবিয়ার জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্পটি। পাশাপাশি বেশ কয়েকটি অর্থনৈতিক সুবিধা প্রদান করবে। এর মধ্যে রয়েছে উন্নত রেঞ্জল্যান্ড, যা লাইভস্টক পরিবহনকে উন্নত করবে, জ্বালানী সরবরাহ শৃঙ্খল এবং পাওয়ার স্টেশন অপারেশনের মাধ্যমে সরাসরি এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।

তোংফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার সিওং ছাও বলেন, ‘আমি বিশ্বাস করি এই প্রকল্পটি নামিবিয়ার অর্থনীতি এবং জনগণের জন্য ব্যাপক সুফল আনবে।’

বর্তমানে বার্ষিক বিদ্যুতের চাহিদার ৫০ শতাংশেরও বেশি বিদ্যুৎ আমদানি করে নামিবিয়া।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Close
Messenger Pinterest LinkedIn