বাংলা

চীনে নব্যপ্রস্তর যুগের ৯০ হাজারের বেশি শিল্প নিদর্শন আবিষ্কার

CMG2024-11-14 20:24:59

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশে নব্যপ্রস্তর বা নিওলিথিক যুগের ৯০ হাজারের বেশি পাথরের নিদর্শন আবিষ্কৃত হয়েছে যেগুলো পাঁচ হাজার বছরেরও বেশি আগের।

হাইলিন সিটির শিহ্য গ্রামের শিরেন গুহার ধ্বংসাবশেষ সাইটে এই নিদর্শন পাওয়া গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে। হেইলংচিয়াং প্রাদেশিক ইনস্টিটিউট অফ কালচারাল রিলিক্স অ্যান্ড আর্কিওলজি জানিয়েছে যে, কার্বন-১৪ ডেটিং ফলাফল অনুসারে, গুহাটি প্রায় ৫হাজার ৭শ বছর আগে খনন করা হয়েছিল।

শিরেন গুহার ধ্বংসাবশেষের খনন কাজ এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে পরিচালিত হয়েছিল।

ইনস্টিটিউটের ভাইস ডিরেক্টর এবং প্রত্নতাত্ত্বিক দলের প্রধান লি ইউছিয়ান জানান, এই প্রত্নতাত্ত্বিক খননটি এলাকার বিভিন্ন সময়কালে পাথর প্রযুক্তি, উৎপাদন এবং প্রাচীন মানুষের জীবন সম্পর্কে অধ্যয়নের জন্য প্রচুর তথ্য সরবরাহ করে, যা মানুষের উৎপত্তি এবং স্থানান্তরকে আরও ভালভাবে বোঝার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি চীনা সভ্যতার উৎপত্তি সম্পর্কে অধ্যয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণও প্রদান করে।

শান্তা/ফয়সল

Close
Messenger Pinterest LinkedIn