বাংলা

আসিয়ান মিডিয়া প্রতিনিধি দলের কুয়াংসি সফর

CMG2024-11-13 20:28:53

নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক : আসিয়ানভুক্ত দেশের গণমাধ্যম কর্মীরা পরিদর্শন করেছেন চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন শহর। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শহরটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, নৈসর্গিক পর্যটন গন্তব্য ঘুরে দেখেন তারা।

এসময় কুইলিন শহরের চিংআন কাউন্টির দুই হাজারের লিংছু খাল ঘুরে দেখেন। যে খাল মধ্য চীনকে সংযুক্ত করেছিল। আর ভূমিকা রেখেছিল বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিমইয়ে।

এছাড়া দেশটির প্রথম দিকের সবচেয়ে বড় খাল প্রকল্প ফিংলু খালও ঘুরে দেখেন তারা। পাশাপাশি লিংছু জাদুঘরও পরিদর্শন করেন তারা।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি

#chinatravel #chinatourism

Close
Messenger Pinterest LinkedIn