বাংলা

শাওমির যেসব নতুন পণ্য প্রদর্শিত হলো চীনে

CMG2024-11-12 19:29:15

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির আয়োজনে সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত হলো অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের এক প্রদর্শনী। শাওমির বার্ষিক এই আয়োজনে প্রতিষ্ঠানটির বেশ কিছু নতুন অত্যাধুনিক পণ্য সাধারণ ব্যবহারকারীদের সামনে তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে শাওমি স্মার্ট ব্যান্ড ৯ প্রো, শাওমি ওয়াচ এস৪, শাওমি ম্যাস সিস্টেম বিই ৩৬০০ প্রো, শাওমি স্মার্ট ডোর লোক এম৩০ সিরিজ ও শাওমি টিভি প্রো মিনি এলইডি ২০২৫। এছাড়াও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি পণ্য সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল শাওমির এই প্রদর্শনীতে।

শাওমি প্রতিবছরই নিজেদের নিত্যনতুন উদ্ভাবনী পণ্যগুলো সাধারণ ব্যবহারকারীদের সামনে তুলে ধরতে আয়োজন করে প্রযুক্তি পণ্যের এই প্রদর্শনী। প্রতিবারের মতো এবারও চীনের উৎসুক প্রযুক্তিপ্রেমীরা উপস্থিত ছিলেন শাওমির প্রদর্শনীতে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি-সিজিটিএন

Close
Messenger Pinterest LinkedIn