বাংলা

দুই দিন সরকারি ছুটির মেয়াদ বাড়াল চীন

CMG2024-11-12 19:33:41

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে সরকারি ছুটি দুইদিন বাড়ানো হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের স্বাক্ষর সম্বলিত প্রজ্ঞাপন জারি করেছে দেশটির স্টেট কাউন্সিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বসন্ত উৎসবের ছুটি তিন দিন থেকে বাড়িয়ে চার দিন করা হয়েছে এবং মে দিবসের ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করা হয়েছে।

ছুটির এই নতুন আদেশ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া

Close
Messenger Pinterest LinkedIn