বাংলা

বাংলাদেশে সোলার ও লিথিয়াম ব্যাটারি কারখানা তৈরিতে আগ্রহ চীনের

CMG2024-11-11 19:17:32

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে সোলার প্যানেল ও লিথিয়াম ব্যাটারির কারখানা স্থাপন করতে চান চীনের ব্যবসায়ীরা। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করতে চান তারা। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক বৈঠকে এ কথা জানান তারা। এসময় বিদেশি বিনিয়োগ আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

পরিবেশ বান্ধব ও টেকসই নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সব দেশ। একই সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক গাড়ির বাজারও। যদিও এসব খাতে এখনো পিছিয়ে বাংলাদেশ। বিনিয়োগও হচ্ছে না তেমন।

এমন পরিস্থিতে বাংলাদেশে বড় বিনিয়োগ করতে চায় চীন। কারখানা করতে চায় সোলার প্যানেলের। পাশাপাশি লিথিয়াম ব্যাটারিও তৈরি করতে চান সেদেশেন উদ্যোক্তারা। এসব নিয়ে তারা বৈঠক করেন বিডা কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠকে নিজেদের বিনিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরেন চীনা উদ্যোক্তারা।

নাহার/শান্তা

Close
Messenger Pinterest LinkedIn