সপ্তম সিআইআইই’তে রেকর্ড ৮০.০১ বিলিয়ন ডলারের চুক্তি
CMG2024-11-11 19:22:26
নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক : শাংহাইতে রোববার শেষ হওয়া সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা-সিআইআইইতে ৮০.০১ ডলারের রেকর্ড পণ্য ও পরিষেবা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে। সিআইআইই ব্যুরোর ডেপুটি ডিরেক্টর উ চংপিং মেলা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ১২৯টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বার্ষিক এ মেলায় অংশ নেন এবং ৪৫০টি নতুন পণ্য, প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শন করেন।
এবারের মেলায় বিশ্বের ৩৭টি স্বল্প উন্নত দেশের জন্য ১২৮টি বিনামূল্যে বুথ এবং অন্যান্য সহায়তা ব্যবস্থা প্রদান করেছে।
ফরচুন তালিকার ৫০০ কোম্পানি এবং শিল্প উদ্যোগের মধ্যে রেকর্ড ২৯৭টি এবারের মেলায় অংশ নিয়েছে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি