বাংলা

চীনের ই-কমার্স ও শেয়ার বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

CMG2024-11-11 19:33:11

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের অক্টোবরে চীনের ই-কমার্স লজিস্টিকস ইনডেক্স ১১৫ পয়েন্টে পৌঁছেছে। যা সেপ্টেম্বর মাসের চেয়ে শূন্য দশমিক ছয় পয়েন্ট বেশি। সোমবার চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং (সিএফএলপি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্যে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রধান ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর বিক্রয় প্রচারণা এবং হোম অ্যাপ্লায়েন্সগুলোর ট্রেড-ইন প্রোগ্রাম এবং অনলাইন শপিংয়ের কারণে অক্টোবরে ই-কমার্স লজিস্টিকস ইনডেক্স বৃদ্ধি পেয়েছে।

"চীনের ই-কমার্স লজিস্টিকস ইনডেক্সে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে, চায়না লজিস্টিকস ইনফরমেশন সেন্টারের পরিচালক লিয়ু ইউহাং জানিয়েছেন।

চায়না লজিস্টিকস ইনফরমেশন সেন্টারের পরিচালক লিয়ু ইউহাং বলেন, ‘এই বৃদ্ধির প্রধান কারণ হলো ই-কমার্স লজিস্টিকসের ক্রমবর্ধমান চাহিদা। বড় আকারের সরঞ্জামের আধুনিকীকরণ, পুরনো পণ্যের বিনিময়ে নতুন পণ্য কেনা এবং বিভিন্ন ধরনের ভোক্তা পণ্যের জন্য সরকারি ভর্তুকি এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

এদিকে অক্টোবরে শেয়ার বাজারে লেনদেন সেপ্টেম্বর মাসের তুলনায় শূন্য দশমিক আট পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Close
Messenger Pinterest LinkedIn