বাংলা

ঝলমলে তুয়োইয়ে উৎসব

CMG2024-11-11 19:12:19

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সানচিয়াং তোং স্বায়ত্তশাসিত কাউন্টিতে সম্প্রতি অনুষ্ঠিত হয় ঝলমলে তুয়োইয়ে উৎসব।

তুয়োইয়ে স্কোয়ারে এই অনুষ্ঠানে তোং জাতির মানুষদের ঐতিহ্যবাহী তুয়োইয়ে উৎসবে বর্ণিল লোকজ রীতিনীতির পরিবেশনা পর্যটকদের মুগ্ধ করে।

নাচ, অয়েল টি ফেস্ট, লোকজ শিল্প পরিবেশনাসহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পর্যটকরা ভিড় জমান।

কুয়াংসি চুয়াং এলাকায় তোং জাতির অনেক মানুষ বসবাস করেন। তুয়োইয়ে উৎসবে তারা একটি নির্ধারিত বৃত্তের চারপাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন। তারা একসঙ্গে বৃহৎ ভোজে অংশ নেন।

শান্তা/ মিম

Close
Messenger Pinterest LinkedIn