বাংলা

আর্থিক সহযোগিতা-সম্পর্কের বড় সুযোগ চীন ও মধ্যপ্রাচ্যের হাতে: বিশেষজ্ঞ

CMG2024-11-10 17:01:10

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: আর্থিক খাতে চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি বিনিয়োগ সংস্থার সিইও জানালেন এমনটা।

সম্প্রতি বেইজিংয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) সঙ্গে কথা বলার সময়, আবুধাবি ভিত্তিক ব্লুফাইভ ক্যাপিটালের সিইও হাজেম বিন-গাসেম বলেছেন, এই ধরনের সহযোগিতা চীন ও উপসাগরীয় দেশগুলোর স্টক মার্কেটকে কাছাকাছি নিয়ে আসবে এবং বিনিয়োগকারীদের তারল্য সঞ্চয়ের প্রবাহ সহজতর করবে।

তিনি বলেন, চীনের দুটি পাবলিক মার্কেট, বিশেষ করে বেইজিং, শাংহাই, শেনচেন এবং হংকংয়ের স্টক এক্সচেঞ্জগুলো আন্তঃসংযুক্ত এবং নিরবচ্ছিন্নভাবে উপসাগরীয় স্টক মার্কেটের কাছাকাছি আসছে। দ্বিতীয়ত, ব্যক্তিগত সম্পদকে ঘিরে উপসাগরীয় অঞ্চল ও চীনা বিনিয়োগকারীদের হাতে সুবিশাল তারল্য আছে।

তিনি আরও বলেন, এখন বিশ্বের বড় অংশে, সাধারণত বিনিয়োগকারীরা স্থানীয় এবং মার্কিন স্টক মার্কেট দেখেন। তবে বিশ্বব্যাপী আর্থিক বাজারে অংশ নিতে প্রযুক্তির সুবাদে তারা এখন নতুন বিকল্পও দেখছেন বলে মনে করেন হাজেম।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি

Close
Messenger Pinterest LinkedIn