বাংলা

জিওথার্মাল জ্বালানি তৈরিতে প্রস্তুত চীনের গভীরতম কূপ

CMG2024-11-08 20:08:02

নভেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গভীরতম জিওথার্মাল বা ভূ-তাপীয় শক্তি তৈরির কূপ ফুশেনরে ১-এর নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং এটি শতভাগ বিশুদ্ধ জ্বালানি তৈরি করতে প্রস্তুত। বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা সিনোপেক এ খবর জানিয়েছে।

কার্বন হ্রাসের লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরে চীনের প্রচেষ্টার একটি মাইলফলক তৈরি করেছে কূপটি।

হাইনানের এ কূপ মাটির পাঁচ হাজার ২০০ মিটার নিচ পর্যন্ত পৌঁছেছে। এ গভীরতায় পৌঁছাতে চীনা নির্মাণকর্মীদের ২৫ কোটি বছরের পুরনো একটি গ্রানাইট স্তরকেও ভাঙতে হয়েছিল।

কূপের গভীরতম অঞ্চলের তাপমাত্রা ১৮৮ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এ তাপ ব্যবহার করেই তৈরি হবে বিদ্যুৎ, যা পুরোপুরি পরিবেশবান্ধব।

সিনোপেক-এর প্রধান ভূতত্ত্ববিদ কুও সুশেং বলেছেন, ভূ-তাপীয় শক্তি স্থিতিশীল এবং নবায়নযোগ্য শক্তির একটি বড় মজুত। এটি অনেকটা জায়গাজুড়ে থাকে।

গত এপ্রিলে সফল ড্রিলিংয়ের পর, সিনোপেক একটি শিলাস্তর ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল। পরে সেখানে শীতল পানি দিয়ে তাপ বের করতেও পেরেছিলেন সিনোপেকের গবেষকরা।

সিনোপেক এরই মধ্যে প্রায় ১০ কোটি বর্গমিটার জিওথার্মাল হিটিং সক্ষমতা নির্মাণ করেছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Close
Messenger Pinterest LinkedIn