বাংলা

ক্যান্টন ফেয়ার: শেষ সময়ে ভিড় করছেন ক্রেতারা

CMG2024-11-04 18:46:45

নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: আজ সোমবার চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার বা ক্যান্টন ফেয়ারের শেষ দিন। তাইতো শেষ সময়ে বিভিন্ন প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতারা। খুঁজে নিচ্ছেন নিজেদের পছন্দসই পণ্য।

তবে চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে চলমান তৃতীয় বা আসরের শেষ পর্বে ক্রেতারা বেশি ভিড় করছেন পোশাকের প্যাভিলিয়নগুলোয়।

এছাড়াও ক্রেতারা বাথরুম পণ্য, ওষুধ, স্বাস্থ্য পণ্য, চিকিৎসা ডিভাইস, খেলনা, শিশুদের পোশাক, পুরুষ-নারীদের পোশাক, খেলাধুলার-নৈমিত্তিক পোশাক,পশম, চামড়া, পোশাকের আনুষঙ্গিক জিনিসপত্র, হোম টেক্সটাইল, টেক্সটাইলের কাঁচামাল-কাপড়, কার্পেট এবং ট্যাপেস্ট্রি, জুতা, অফিস সরবরাহ ব্যাগ, স্যুটকেস, খেলাধুলা, পর্যটন অবসর পণ্য, খাদ্য, গ্রামীণ পুনরুজ্জীবন ক্যাটাগরির পণ্যগুলোর প্যাভিলিয়নও ঘুরে দেখছেন।

১৯৫৭ সাল থেকে বৃহৎ এ বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে।

তিন পর্বের এই মেলা শুরু হয় গত ১৫ অক্টোবর।

নাহার/শান্তা

Close
Messenger Pinterest LinkedIn