বাংলা

আইওটিতে নতুন রেকর্ড গড়বে চীন

CMG2024-11-04 18:41:53

নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালের শেষ নাগাদ চীনে ইন্টারনেট অফ থিংস (আইওটি) সংযোগের সংখ্যা রেকর্ড তিন বিলিয়নেরও বেশি হবে। রোববার গ্লোবাল ডিজিটাল ইকোনমি হোয়াইট পেপার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেইজিংয়ে শুরু হওয়া নবম বিশ্ব ইন্টারনেট অফ থিংস কনভেনশন (ডব্লিউআইওটিসি) এ প্রকাশ করা হয় গ্লোবাল ডিজিটাল ইকোনমি হোয়াইট পেপার।

এতে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ চীনের প্রায় ১ মিলিয়ন কোম্পানি দেশটির অত্যাধুনিক ডিজিটাল অর্থনীতি, বিশেষ করে ইনটেলিজেন্ট ইন্টারনেট অফ এভরিথিং (আইওই) যুক্ত হবে। পাশাপাশি ৪ দশমিক ৩ মিলিয়নেরও বেশি আইওটি-সক্ষম ৫জি বেস স্টেশন নির্মাণ করা হবে।

ইন্টারনেট অফ থিংস বা আইওটি হলো এমন এক প্রযুক্তি যেখানে দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তু, যন্ত্রপাতি বা ডিভাইস ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। এর ফলে তথ্য আদান-প্রদান এবং স্বয়ংক্রিয়ভাবে সব কিছু নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যায়।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Close
Messenger Pinterest LinkedIn