বাংলা

বাংলাদেশ রেড ক্রিসেন্টকে প্রশিক্ষণ দিল চায়না রেড ক্রস

CMG2024-11-04 18:36:49

নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশের বন্যা পরিস্থিতে জরুরী উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও কর্মীদের পানি থেকে জরুরী উদ্ধার বিষয়ে আরো দক্ষ ও প্রশিক্ষিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না (আরসিএসসি)। তাইতো গেল ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও কর্মীদের (বিডিআরসিএস) প্রশিক্ষণ দেন চীনা স্বেচ্ছাসেবকরা।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে বিডিআরসিএস এর ১২ জন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক অংশ নেন ।

এর আগে গত সপ্তাহে গাজীপুরের চাবাগানে প্রশিক্ষণের উদ্বোধন করেন রেড ক্রস সোসাইটি অব চায়নার ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব লি লিতং। উদ্বোধন শেষে তিনি আরসিএসসি’র পক্ষ থেকে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে ব্যবহৃত ইনফ্লেটেবল বোটসহ সাড়ে ২৮ লাখ টাকা মূল্যের উদ্ধার সরঞ্জামাদি হস্তান্তর করেন বিডিআরসিএস’র ভারপ্রাপ্ত মহাসচিব ইমাম জাফর সিকদারের কাছে। যার মধ্যে রয়েছে ইনফ্লেটেবল বোট ইঞ্জিন, ওয়াটার রেসকিউ স্যুট, হেলমেট, গ্লাভস, লাইফ জ্যাকেট, বুটসহ উদ্ধারকাজে ব্যবহৃত আরও অনেক সরঞ্জাম।

নাহার/শান্তা

Close
Messenger Pinterest LinkedIn