বাংলা

চীনে উড়ন্ত ট্যাক্সির বাণিজ্যিক উৎপাদন শুরু

CMG2024-05-06 14:57:01

মে ০৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশে দেশীয় প্রযুক্তিতে যাত্রী বহনকারী চালকবিহীন এরিয়াল ভেহিকাল (ইউএভি) বা উড়ন্ত ট্যাক্সির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

চলতি বছরের শেষ দিকে ‘ফ্লাইং ট্যাক্সি’ হিসেবে এ আকাশযানের যাত্রী ও পণ্য পরিবহনের কাজ শুরু করার কথা রয়েছে।

আকাশযান নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইহাং’ উড়ন্ত এ ট্যাক্সি নির্মাণ করেছে। চালকবিহীন বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি ‘ইএইচ২১৬-এস’ উলম্বভাবে যাত্রা শুরু এবং একইভাবে মাটিতে নামতে সক্ষম। এতে দুজন যাত্রী স্বল্প কিংবা মাঝারি দূরত্বে ভ্রমণ করতে পারবেন।

১ দশমিক ৯৩ মিটার উচ্চতা এবং ৫ দশমিক ৭৩ মিটার প্রস্থের এ আকাশযানটি যাত্রী পরিবহন, আকাশ ভ্রমণ, পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার মতো ক্ষেত্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে।

এর সর্বোচ্চ টেকঅফ ওজন ৬২০ কিলোগ্রাম। লাগেজসহ দুজন যাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন স্বয়ংক্রিয়ভাবে চলাচলে সক্ষম এ আকাশযানটির আটটি ভাঁজযোগ্য আর্মস এবং ১৬টি প্রপেলার রয়েছে। উড়ন্ত এ ট্যাক্সিতে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ৩০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করা যাবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানিতে চলবে।

সম্প্রতি চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) এটিকে বাণিজ্যিকভাবে উৎপাদনের অনুমোদন দেয়। বর্তমানে বার্ষিক ৬০০ ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এটি সম্পূর্ণরূপে বৈদ্যুতিক শক্তি দ্বারা চালিত এবং দুই ঘণ্টার মধ্যে পুরোপুরি চার্জ করা যাবে।

এ ছাড়া ফ্লাইট কন্ট্রোল এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমসহ এর মধ্যে রয়েছে একাধিক স্মার্ট ব্যবস্থা। সেই সঙ্গে আরও রয়েছে হাই-স্পিড ওয়্যারলেস নেটওয়ার্ক, নিরাপদ এবং নির্বিঘ্ন ফ্লাইট অভিজ্ঞতা।

শুভ/শান্তা

Close
Messenger Pinterest LinkedIn