বাংলা

বেলগ্রেডে চীনা সংস্কৃতি কেন্দ্র

CMG2024-05-06 14:59:45

মে ৬, সিএমজি বাংলা ডেস্ক: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সম্প্রতি যাত্রা শুরু করেছেন চায়না কালচারাল সেন্টার। চীনের সংস্কৃতির এই মিলনকেন্দ্র চীনাভাষা, সাহিত্য, সংগীত, ক্যালিগ্রাফি, নৃত্য, থাইচিসহ ঐতিহ্যবাহী বিভিন্ন উপাদান সার্বিয়ার জনগণের সামনে তুলে ধরবে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং শানতোং প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে এই সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে।

৬০০০ বর্গমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে চীনা সংস্কৃতি কেন্দ্র। সম্প্রতি উদ্বোধনের পর থেকেই সার্বিয়ায় চীনা সংস্কৃতি বিষয়ে আগ্রহী জনগণের পদচারণা শুরু হয়েছে এই কেন্দ্রে।

শান্তা/মিম

Close
Messenger Pinterest LinkedIn