বাংলা

উপকূলীয় প্রদেশগুলোতে সামুদ্রিক জীববৈচিত্র্য বৃদ্ধিতে ব্যাপক বিনিয়োগ করছে চীন

CMG2024-04-23 21:04:56

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্রের জীববৈচিত্র্য বৃদ্ধি এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সামুদ্রিক মাছের হ্যাচারিতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে চীনের উপকূলীয় প্রদেশগুলো। এই উদ্যোগের ফলে দেশটির সমুদ্র পরিবেশের উন্নত এবং টেকসই মৎস্য ব্যবস্থা গড়ে উঠবে।

ইতোমধ্যেই বেশ কিছু প্রদেশে স্থানীয় জলাশয়গুলোতে মাছের পোনা বিশেষ করে মূল্যবান মাছের প্রজাতিগুলো চাষ করার চেষ্টা চলছে। এর ফলে স্থানীয় জলাশয়গুলোতে মাছের মজুদ বৃদ্ধি এবং জেলেদের আয় বৃদ্ধি পাবে।

চিয়াংসু প্রদেশের রুতোং কাউন্টিতে স্থানীয় সামুদ্রিক মৎস্য গবেষণা ইন্সটিটিউট সফলভাবে দশটিরও বেশি অর্থনৈতিকভাবে মূল্যবান মাছ সমুদ্রে ফিরিয়ে দেওয়ার জন্য সংরক্ষণ করছে।

চিয়াংসুর সামুদ্রিক মৎস্য গবেষণা ইন্সটিটিউটের গবেষক চু ফেই বলেন, ‘আমরা মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করেছি। আমরা মাছগুলোকে ইনডোরে লালন-পালন করছি এবং কৃত্রিম খাবার গ্রহণে প্রশিক্ষণ দিচ্ছি। হলুদ ক্রোকারের (এক প্রজাতির মাছ) ১২ কোটিরও বেশি পোনা ইয়েলো সাগরে ছেড়ে দেওয়া হয়েছে।’

২০০৯ সাল থেকে রুতোং কাউন্টিতে এ প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় কাদামাটির সমভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং পাখির আবাসস্থল নির্মাণে ১ কোটি ইউয়ানেরও বেশি অর্থ বিনিয়োগ করা হয়েছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Close
Messenger Pinterest LinkedIn