বাংলা

বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক কনটেইনার জাহাজ শাংহাইতে প্রথম যাত্রা সম্পন্ন করেছে

CMG2024-04-23 21:06:35

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো পানিতে ভাসলো বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎচালিত কন্টেইনার জাহাজ ‘কসকো শিপিং গ্রিনওয়াটার ০১’। সোমবার পূর্ব চীনের শাংহাইয়ের ইয়াংশান বন্দর থেকে এটি যাত্রা শুরু করে।

জাহাজটি ১১৯ দশমিক ৮ মিটার লম্বা এবং ২৩ দশমিক ৬ মিটার চওড়া, যা প্রায় ১০টি স্ট্যান্ডার্ড বাস্কেটবল কোর্টের সমান।

যাত্রার প্রয়োজন অনুসারে জাহাজটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০ ফুটের স্ট্যান্ডার্ড কন্টেইনারের আকারের নির্দিষ্ট কিছু ব্যাটারি বাক্স লোড করা যায়।

জাহাজের ক্যাপ্টেন ওয়াং চুন বলেন, ‘প্রতিটি ব্যাটারি বাক্স ১ হাজার ৬০০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ছয়টি ব্যাটারি বাক্স এক সেট করে। এর মধ্যে মাত্র একটি সেট জাহাজের চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট। এছাড়াও ২৪টি ব্যাটারি বাক্স থেকে সরবরাহ করা বিদ্যুৎ জাহাজের একটি রাউন্ড ট্রিপের চাহিদা মেটাতে সক্ষম, যা সাধারণত প্রায় ৮০ হাজার কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যয় করে, যা জ্বালানিচালিত জাহাজের প্রায় ১৫ টন তেলের খরচের সমান।’

প্রতি ১০০ নটিক্যাল মাইল চললে এই জাহাজটি ৩ হাজার ৯০০ কিলোগ্রাম জ্বালানি সাশ্রয় করে। এর ফলে ১২ দশমিক ৪ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস হবে।

শুভ/শান্তা

Close
Messenger Pinterest LinkedIn