বাংলা

সিনচিয়াংয়ে চীন-লাওস রেলপথে আন্তর্জাতিক কোল্ড চেইন ফ্রেইট ট্রেন চালু

CMGPublished: 2024-09-27 20:02:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

গত ২৪ সেপ্টেম্বর সকালে, ২২টি কনটেইনার এবং ৪৬৩.৫ টন সিনচিয়াং আঙ্গুর বহনকারী একটি শীতল চেইন ট্রেন, চীন-ইউরোপ ট্রেন (উরুমছি) জংশন– সিনচিয়াং উরুমছি আন্তর্জাতিক স্থলবন্দর অঞ্চল থেকে, থাইল্যাণ্ডের ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। এটি সিনচিয়াংয়ে চীন-লাওস রেলপথে প্রথম আন্তর্জাতিক শীতল চেইন ফ্রেইট ট্রেন।

প্রথম চীন-লাওস রেলওয়ে আন্তর্জাতিক কোল্ড চেইন ফ্রেইট ট্রেন যৌথভাবে চালু করেছে সিনচিয়াং চিউতিং কৃষি উন্নয়ন বিনিয়োগ গ্রুপ কোম্পানি লিমিটেড, কুওলিয়ান কোল্ড চেইন তুওতুও বি২বি শিল্প ইন্টারনেট ট্রেডিং প্ল্যাটফর্ম, চীন রেলওয়ে উরুমছি ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। ট্রেনটি চীন-ইউরোপ রেলওয়ের (উরুমছি) জংশন থেকে ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে প্রবেশ করে এবং মোহন বন্দরের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে যায়। অবশেষে সেটি ভিয়েনতিয়ান হয়ে ব্যাংককে পৌঁছায়।

সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং একটি আধুনিক কৃষি শিল্প ব্যবস্থার নির্মাণকে ত্বরান্বিত করেছে, যা সিনচিয়াংয়ের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো প্রতিফলিত করে। সেখানে আধুনিক কৃষির বিকাশের বিশেষ সুবিধা ও সম্ভাবনা ক্রমাগত উন্মোচিত হয়েছে। অতীতে, সিনচিয়াংয়ের দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফলের রফতানি মূলত সড়কপথে হতো। এতে সময় বেশি লাগতো, পরিবহন-ক্ষমতাও কম ছিল।

সিনচিয়াংয়ে চালু হওয়া প্রথম চীন-লাওস রেলওয়ে আন্তর্জাতিক কোল্ড চেইন ফ্রেইট ট্রেন তাজা ফল পরিবহনের জন্য রেলওয়ে কোল্ড চেইন লজিস্টিক মোড গ্রহণ করে; ডিজিটাল-বাণিজ্যের পথে শিল্পচেইনকে সংহত করে; এবং বিভিন্ন উত্স থেকে উচ্চমানের ফল সংগ্রহ সম্ভব করে তোলে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn