বাংলা

আমি চ্যাম্পিয়ন, তুমি ভবিষ্যত

CMGPublished: 2024-09-09 14:39:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি প্যারিসে প্রতিবন্ধী অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনা ট্র্যাক বাইকার লি চাং ইউ স্বর্ণপদক ও লিয়াং ওয়েই ছং রৌপ্যপদক লাভ করেন। লি চার বারের মতো প্রতিবন্ধী অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন।

দু’জনই জন্মগত সেরিব্রাল পলসিতে ভুগছেন। এর ফলে তাদের কথা অস্পষ্ট, শরীরের ভারসাম্য দুর্বল। তবে, এসব অসুবিধা, যা সাধারণ মানুষের কাছে অকল্পনীয়, তা তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

এবারের প্রতিবন্ধী অলিম্পিক গেমসে দু’জন একসঙ্গে সিএক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শব্দ বা বাক্যাংশ, মুখের অভিব্যক্তি এবং শারীরিক ভাষা ব্যবহার করতে অভ্যস্ত।

প্রতিযোগিতার প্রথম দিন দু’জন পুরুষের সিএক পর্যায়ের ৩ হাজার মিটার একক তাড়া প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করে। শেষে লি সমৃদ্ধ অভিজ্ঞতা ও অসামান্য কর্মক্ষমতায় লিয়াংকে পরাজিত করেন। তিনি চীনা প্রতিনিধিদলের জন্য এবারের প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রথম স্বর্ণপদক লাভ করেন।

পরের সিএক-৩ পর্যায়ের এক হাজার মিটার প্রতিযোগিতার সময় ট্রায়াল ফাইনালে ৩৬ বছর বয়সী লি পুনরায় চ্যাম্পিয়ন হন। তিনি টানা চার বারের মতো এ প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। লিয়াং আবারও রৌপ্যপদক লাভ করেন।

লিয়াং ওয়েই ছং লিকে অভিনন্দন জানান। তিনি লিকে সম্মান করেন। প্রতিযোগিতার পর দু’জন আলিঙ্গন করেন। তাঁরা বলেন, এবারের প্রতিযোগিতায় কোনো দুঃখ নেই, চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয়ে চীনের।

তাঁদের কোচ লি ফেং সুও বলেন, আমাদের খেলোয়াড়রা একে অপরের প্রতি অন্তরঙ্গ, একে অপরকে উত্সাহ দেন। টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ।

লি চাং ইউ, যার কর্মজীবন পূর্ণ হয়েছে, অর্থপূর্ণ ও দৃঢ়ভাবে লিয়াংকে বলেন, আগামী প্রতিবন্ধী অলিম্পিক গেমসে আমি অংশগ্রহণ করবো না, ভবিষ্যত হবে তোমার!

Share this story on

Messenger Pinterest LinkedIn