বাংলা

সিনচিয়াংয়ে কাজাখ জাতির ঘোড়া

CMGPublished: 2024-07-20 18:48:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছর চীনের একটি টিভি সিরিজ ‘আমার আলতায়’ খুবই জনপ্রিয় হয়ে উঠে। সিরিজে একজন কাজাখ যুবককে তৃণভূমিজুড়ে ঘোড়া হাঁকিয়ে বেড়াতে দেখা যায়, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। অনেক নেটিজেন বলেন, তৃণভূমির জীবন আত্মাকে প্রশান্ত করে।

সম্প্রতি সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইলি কাজাখ স্বায়ত্তশাসিত বান্নারের চাওসু জেলায় তৃণভূমি গেমস আয়োজিত হয়। এটি হলো কুড়িতম জাতীয় সংখ্যালঘু জাতির ঐতিহ্যগত গেমসের ঘোড়াসম্পর্কিত প্রতিযোগিতা। দূরে বিস্তৃত তুষার পর্বত, কাছে সবুজ তৃণভূমি। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ৩৫০০টিরও বেশি ঘোড়ার উপস্থিতি ছিল দেখার মতো।

কাজাখ জাতির যুব ঘোড়সওয়ার তালিহার নুরজানের বয়স ২১ বছর। তিনি একটি সাদা রঙের ঘোড়া চালান। নরজান সাংবাদিককে জানান, তিনি ৫ বছর বয়স থেকে ঘোড়া চালানো শুরু করেন। কানের পাশ দিয়ে বাতাসের দ্রুত প্রবাহ এবং ঘোড়ার সাথে উড়ে যাওয়ার অনুভূতি তিনি উপভোগ করেন।

তালিহার বলেন, “আমাদের ঘোড়া হলো ইলির স্থানীয় ঘোড়া। এ ধরনের ঘোড়া সুন্দর চেহারা ও চমত্কার শারীরিক গড়নের জন্য সুপরিচিত। আমার ঘোড়ার বয়স ৬ বছর। আমরা বন্ধুর মতো ঘোড়ার সাথে খুব ভালো আচরণ করি।”

তালিহার বলেন, “আমরা কাজাখ জাতির মানুষ নিজেদের ঘোড়াকে খুবই ভালোভাবে যত্ন নিই। আমি এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। সেজন্য শুধুমাত্র ছুটিতে বাড়িতে ফিরে ঘোড়া চালাতে পারি। তখন আমি নিজের ঘোড়ার সাথে দিনরাত সময় কাটানোর বিরল সুযোগ পাই।”

তালিহারের বাড়ি চাওসু জেলা থেকে ৮ কিলোমিটার দূরে। এবার আরও ডজন খানেক যুবক তাঁর সঙ্গে প্রতিযোগিতায় এসেছেন। তিনি বলেন, “আমরা এখানে অন্যান্য জাতির ঐতিহ্য ও রীতিনীতি দেখতে পারি। আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি।”

ঘোড়াসম্পর্কিত ইভেন্ট নিয়ে তালিহার মন্তব্য, ‘মেয়ে তাড়া’ হলো কাজাখ জাতির যুবক ও যুবতীদের প্রিয় খেলা। এটি প্রেমে পড়ার একটি আকর্ষণীয় উপায়ও। তিনি পরিচয় করিয়ে বলেন, মেয়েরা ঘোড়ায় চড়বে এবং ছেলেরা তাদের তাড়া করবে। মেয়েটি যদি ছেলেটিকে পছন্দ করে তবে তাকে মৃদু আঘাত করবে।

তালিহার উষ্ণভাবে সাংবাদিকদের ইয়র্ট পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। ভিতরে উজ্জ্বল রঙিন সজ্জা। জাতিগত বৈশিষ্ট্যসহ বিভিন্ন কাপড় দিয়ে ডিজাইন করা। তিনি সাংবাদিকদেরকে স্থানীয় সুস্বাদু খাবার খাওয়ান।

এবারের গেমস বিভিন্ন জাতির জনগণের মধ্যে যোগাযোগের প্ল্যাটফর্ম। সকল জাতির মানুষ এখানে এসে একে অপরের সঙ্গে পরিচিতি হতে পারেন; ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn