বাংলা

তরমুজ সিনচিয়াংকে সমৃদ্ধ করছে

CMGPublished: 2024-07-05 19:38:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

বর্তমানে, সিনচিয়াংয়ের আওতি কাউন্টিতে মিষ্টি, খাস্তা ও সুস্বাদু ‘নাসিগান’ তরমুজ পরিপক্ক হচ্ছে। শিগগিরি এগুলোকে বাছাই করার সময় আসবে। উত্পাদকরা এগুলো বাছাই করবেন, বিক্রয় করবেন। বিক্রি থেকে অর্জিত অর্থ তাদের জীবনমান উন্নত করবে ও করছে।

আওতি কাউন্টির তমুতোগ্রাক টাউনের কুওলগা গ্রামে ‘নাসিগান’ তরমুজ দেখতে গেলে আপনি চমত্কার এক দৃশ্য দেখবেন। দেখবেন, গ্রামবাসীরা তরমুজ খেতে ব্যস্ত সময় কাটাচ্ছে। গ্রামবাসী জোড়ানমু আবদু কেরানমু ৬ বছর ধরে ‘নাসিগান’ তরমুজ চাষ করছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে জমি ব্যবস্থাপনা করায় এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রাখায়, তরমুজের গুণগত মান ও ফলন বছর বছর বাড়ছে। আয়ও বেড়েছে। কেরানমু তাই বেজায় খুশী।

আবদু কেরানমু বলেন: “আমি এ বছর 'নক্সিগান' তরমুজ চাষ করেছি ২.১ হেক্টর জমিতে। তরমুজগুলো খুব ভালোভাবে বড় হয়েছে ও পেকেছে। পাকা তরমুজের প্রথম ব্যাচটি ৫০ হাজার ইউয়ানে বিক্রিও হয়েছে। বাকিগুলো প্রায় ৩০ হাজার ইউয়ানে বিক্রি করা যেতে পারে। আগামী বছর, আমি রোপণের স্কেল আরও প্রসারিত করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি যে, আগামী দিনগুলো আরও ভালো হবে।”

কুওলগা গ্রাম, তামুটোগ্রাক টাউন, আবতী কাউন্টি, ‘নক্সিগান’ তরমুজের উত্সগুলোর মধ্যে একটি। পুরো গ্রামটি ‘নক্সিগান’ তরমুজের চাষকে একটি বৈশিষ্ট্যযুক্ত শিল্প হিসাবে বিবেচনা করে। বর্তমানে, গ্রামে ‘নক্সিগান’ তরমুজ চাষের জমি ৯০ হেক্টরের বেশি। তরমুজ চাষ গ্রামবাসীদের আয় বাড়িয়ে চলেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn