বাংলা

বহু টেবিল টেনিস তারকা তৈরি করে কলকাতা ছেড়ে দেশে ফিরেছেন কোচ ইন ওয়েই

CMGPublished: 2024-06-28 16:22:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৫০জন টেবিল টেনিস খেলোয়াড় তৈরি করার পর চীনে ফিরে আসলেন সত্তরোর্ধ্ব কোচ ইন ওয়েই। তিনি চীনের ছেংতু ক্রীড়া ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ভারতে টেবিল টেনিস কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইন ওয়েই ভারতীয়দের প্রশিক্ষণ দেওয়া প্রথম চীনা টেবিল টেনিস কোচদের একজন। তিনি টেবিল টেনিস কোচ হিসাবে প্রথমে ভারতে যান ১৯৯২ সালে। তখন তিনি যুবক ছিলেন।

১৯৯৫ সাল থেকে আজমের পেট্রোলিয়াম স্পোর্টস পেট্রোলিয়াম বোর্ড একাডেমি (PSPBA) এর প্রশিক্ষক হিসাবে, ইন ওয়েই তার চাকরি শুরু করেন এবং একাডেমির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। তার প্রশিক্ষণে বেড়ে উঠেছেন ভারতের ভবিষ্যতের টেবিল টেনিস তারকা, সৌম্যদীপ রায়, শিবাজি দত্ত, এ অমলরাজ, জুবিন কুমার, অনল কাশ্যপ, আমান বলগু, দেবেশ কারিয়া, সৌম্যজিৎ ঘোষ, হার্মিট দেসাই এবং মানব ঠক্কর-সহ আরও অনেকে।

চীনে ফিরে আসার পর ২০০৪ সালে তিনি আবারও ফিরে যান ভারতে। তখন তাঁর গন্তব‌্য ছিল কলকাতা। স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া’র (SAI) জাতীয় টেবিল টেনিস একাডেমিতে কোচ হিসেবে কাজ করতে শুরু করেন। টানা চার বছর কলকাতায় থেকে বহু কিশোর-কিশোরীকে টেবিল টেনিস শেখানোর পর ফিরে আসেন চীনে। ২০১৯ সালে ফের কলকাতায় আগমন তাঁর। সল্টলেকের ‘সাই’-এ থেকে তিনি টেবিল টেনিস শিক্ষা দিতে শুরু করেন। শুধু কলকাতা বা এই রাজ্যের শিক্ষার্থীরাই নয়, উত্তর-পূর্ব ভারত, অসম, ওড়িশা, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ‌্য থেকে ছাত্রছাত্রীরা ‘সাই’-এ আসে টেবিল টেনিস (Table tennis) শিখতে। সকাল ও সন্ধ‌্যা- দু’বেলায়ই নিজে দাঁড়িয়ে থেকে তাদের টেবিল টেনিস শেখান ইন ওয়েই। সেই ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই পরবর্তীতে চ‌্যাম্পিয়ন হয়েছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn