ফলের বাগানের যান্ত্রিকীকরণ প্রসঙ্গ
সম্প্রতি কৃষি যান্ত্রিকীকরণ বিভাগ এবং শায়ানসি প্রদেশের কৃষি ও গ্রাম ব্যুরো যৌথভাবে, হুয়াংলিং জেলায় বাগান যান্ত্রিকীকরণ প্রযুক্তি ও সংশ্লিষ্ট সরঞ্জামবিষয়ক প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করে। ৪০টিরও বেশি প্রতিষ্ঠান শতাধিক যন্ত্রপাতি ও সরঞ্জাম এতে প্রদর্শন করে। সারা দেশের প্রায় ৩০০ মানুষ এতে অংশগ্রহণ করেন। আর অনলাইনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী দর্শকের সংখ্যা ছিল প্রায় ২.৬ লাখ।
স্যু চেন সিং বলেন, ফলের বাগানের আধুনিকায়ন প্রযুক্তি ও সরঞ্জাম এবং উত্পাদনের পদ্ধতিতে উদ্ভাবন গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগ করতে হবে।
জানা গেছে, চীনের কৃষি যান্ত্রিকীকরণ সংস্থাগুলো মূল্যায়ন রূপরেখা প্রণয়ন ও সংশোধনকাজ ত্বরান্বিত করবে; আইন অনুযায়ী ফলের চাষ ও উত্পাদনের জন্য সবুজ করিডোর খোলা হবে।
স্যু চেন সিং বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোকে নতুন সমবায়, ফল কোম্পানি, ও পারিবারিক খামার গড়ে তুলতে সাহায্য করতে হবে। কৃষি যন্ত্রপাতির জন্য সামাজিক পরিষেবার উন্নয়নে সহায়তা করতে হবে এবং এ শিল্পকে গুণগত মানসম্পন্ন ও আরও দক্ষ শিল্পে পরিণত করতে হবে।